শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্পিনার সঞ্জিত সাহার বোলিং ত্রুটিপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। ফলে তার আর বিশ্বকাপ খেলা হচ্ছে না। সঞ্জিতের বদলে মোসাব্বেক হোসেন সানকে দলভুক্ত করেছে বাংলাদেশ।
মোসাব্বেক একজন স্পিন বোলিং অলরাউন্ডার। বিশ্বকাপ খেলা বাংলাদেশ দলের ১৫ জনে সুযোগ না পেলেও স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন তিনি।
রোববার রাতেই দলের সঙ্গে কক্সবাজারে যোগ দিবেন তিনি। অনুশীলন করবেন সোমবার সকাল থেকে। এ দিকে রোববার স্টকল্যান্ডের বিপক্ষে সঞ্জিতকে খেলাতে পারেনি বাংলাদেশ। তার পরিবর্তে একাদশে নেয়া হয় আরিফুল ইসলাম জনিকে।
সঞ্জিত বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন। ওই ম্যাচেই তার বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ আনা হয়। পরে সেই অভিযোগ আমলে নিয়ে আইসিসি একদল বিশেষজ্ঞকে দিয়ে তার বোলিং পরীক্ষা করায়।
সব শেষে রোববার গভীর রাতে সঞ্জিতের পরীক্ষার ফলাফল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে বুঝিয়ে দেয় আইসিসি। বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে মঙ্গলবার।