advertisement
আপনি দেখছেন

আগেই জানানো হয়েছিল, প্লেয়ার ড্রাফটের পরও ব্যক্তিগত চুক্তিতে দল গোছানোর সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এই সুযোগ কাজে লাগিয়ে দলগুলো ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করছেও। ড্রাফটের বাইরে থাকা উইন্ডিজের তারকা ব্যাটসম্যান লিন্ডল সিমন্সকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জ।

lendl simmons wiলিন্ডল সিমন্স- ছবি সংগৃহীত

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সিমন্সকে সরাসরি দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ফ্যাঞ্চাইজিটি। ড্রাফট থেকে ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, রায়াদ এমরিটদের কিনেছিল চট্টগ্রাম। সিমন্সের অন্তর্ভুক্তিতে দলটিতে ক্যারিবীয়ান ক্রিকেটারের সংখ্যা বেড়ে দাঁড়াল চারে। এর আগে ব্যক্তিগত চুক্তিতে দেশীয় অভিজ্ঞ লেগস্পিনার জুবায়ের হোসেন লিখনকেও দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের বর্তমান অবস্থাঃ

দেশী ক্রিকেটার: মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলি, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী ও জুবায়ের হোসেন লিখন।

বিদেশি ক্রিকেটার: ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিষ্কা ফার্নান্দো, রায়াদ এমরিট, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম ও লেন্ডল সিমন্স।