advertisement
আপনি দেখছেন

ইংলিশ পেস সামলে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়ে হ্যামিল্টন টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ডকে এগিয়ে রেখেছিলেন টম লাথাম। আজ দ্বিতীয় দিনেও এগিয়ে থাকল স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৩৭৫ রানে থেমেছে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। পরে শেষ বিকেলে ইংল্যান্ডের দুটি উইকেটও তুলে নিয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৩৯ রান।

bj watling celebrates his 50 runs

বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে ৫৪.৩ ওভারে লাথামের সেঞ্চুরিতে (১০১) ৩ উইকেটে ১৭৩ রানে দিন শেষ করেছিলো নিউজিল্যান্ড। আজ দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি স্বাগতিকদের।

লাথাম ফিরেছেন আর মাত্র ৪ রান যোগ করেই। কিছুক্ষণ পরে হেনরি নিকোলাসও (১৬) তার দেখানো পথে হেঁটেছেন। তবে এরপর বেশ শক্ত এটা প্রতিরোধ গড়ে তোলেন ডেরলি মিচেল ও আগের টেস্টের নায়ক বিজে ওয়াটলিং। ষষ্ঠ উইকেটে ১২৪ রান যোগ করেন দুজন, চলতি টেস্টে এখন পর্যন্ত যা সর্বোচ্চ জুটি।

ওয়াটলিং ১৯২ বলে ৭ চারে ৫৫ রান করেন। মিচেল ১৫৯ বলে ৮ চার ১ ছয়ে করেন ৭৩ রান। ইংল্যান্ডের হয়ে স্টুয়ার্ট ব্রড ৪টি ও ক্রিস ওকস ৩টি উইকেট নিয়েছেন।

পরে ব্যাটিং করতে নেমে ১৩ রানের ব্যবধানে ইংল্যান্ডের দুই ব্যাটসম্যানকে ফেরান টিম সাউদি ও ম্যাট হেনরি। দিন শেষে ইংল্যান্ডের হয়ে ২৪ রানে অপরাজিত আছেন জো বার্নস।