advertisement
আপনি দেখছেন

বঙ্গবন্ধু বিপিএলে কোচ হিসেবে আসছেন দক্ষিণ আফ্রিকার সাবেক বিধ্বংসী ব্যাটসম্যান হার্শেল গিবস। সিলেট থান্ডার্সের কোচের দায়িত্ব পেয়েছেন তিনি।

herschelle gibbs

বিষয়টি নিশ্চিত করেছেন গিবস নিজেই। এক ভিডিওবার্তায় সাবেক বিধ্বংসী এই ব্যাটসম্যান বলেন, ‘সবাইকে অভিবাদন, আমি হার্শেল গিবস। বিপিএলের এবারের আসরে সিলেট থান্ডার্সের প্রধান কোচ হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত।’

সাবেক প্রোটিয়া তারকা আরও বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি আমি। ভক্ত-সমর্থকদের সঙ্গে দেখা করার জন্য তর সইছে না আমার। আশা করি সিলেটের সঙ্গে দারুণ মৌসুম কাটবে। আমাদের সমর্থন জানাতে আপনারা মাঠে আসুন। ব্যাটে বলে বজ্রপাত হবে, প্রস্তুত থাকুন।’

এর আগে আফগানিস্তান প্রিমিয়ার লিগ, ইউরো টি-২০ লিগের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে গিবসের। তবে বিপিএলে কোচ হিসেবে আসছেন প্রথমবার।

খেলোয়াড়ি জীবনে বিধ্বংসী ব্যাটসম্যানের পাশাপাশি চতুর ফিল্ডার হিসেবেও সুনাম ছিল গিবসের। সিলেটের ক্রিকেটাররা ফিল্ডিংয়ের দীক্ষাও নিতে পারবেন গিবসের কাছ থেকে।