advertisement
আপনি দেখছেন

ফিক্সিং কেলেঙ্কারির নিষেধাজ্ঞা থেকে ফিরেই গত বিপিএল খেলতে এসেছিলেন মোহাম্মদ আমির। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ডাক পেয়েছিলেন জাতীয় দলে। পাকিস্তানি পেসারের কাছে তাই বিপিএলের মহত্ব অনেক। আবারও বিপিএল খেলতে এসেছেন আমির।

mohammad amir bpl

এবার খুলনা টাইগার্সের হয়ে বিপিএল মাতাবেন পাকিস্তানি পেসার। গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন। আজ প্রথম অনুশীলন সেরে হুঙ্কার দিয়ে রাখলেন আমির। ২৭ বছর বয়সী পেসার বলেছেন, এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী হতে চান তিনি।

বিপিএলে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১৮ উইকেট নেওয় আমির বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্যের কথা বলতে বললে আমি বলব টুর্নামেন্টের সেরা বোলার হতে চাই। সবচেয়ে বেশি উইকেট নিতে চাই।’

খুলনা টাইগার্সের দলটাও ভালো হয়েছে বললেন আমির। পাকিস্তানি পেসার বলেন, ‘আমি মাত্র এসেছি। সত্যি বলতে গতকালই আসলাম। দল দেখলাম, আমাদের বেশ ভালো কিছু ক্রিকেটার আছে বিশেষ করে লোকাল প্লেয়ারগুলো অনেক ভালো । দল অনেক ভালো মনে হয়েছে।’