advertisement
আপনি দেখছেন

নিরাপত্তা ইস্যু নিয়ে বহু জলঘোলার পর পাকিস্তানে টেস্ট খেলতে গেছে শ্রীলঙ্কা। গিয়ে স্বস্তিতে নেই লঙ্কানরা। বৃষ্টির কারণে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে প্রায় আড়াই দিন খেলা হয়নি। নিস্ফলা ড্র হয়েছে রাওয়ালপিন্ডি টেস্ট। এই হতাশার মধ্যে লঙ্কান শিবিরে আরেক দুসংবাদ। চোটের কারণে দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না পেসার কাসুন রাজিথার।

kasun rajitha injureda

বৃষ্টির কারণে ড্র হওয়া রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন রাজিথা। ছয় ওভার বোলিং করতেই চোট পেলে পরে আর তাকে পায়নি শ্রীলঙ্কা। পরে স্ক্যান করে নিশ্চিত হওয়া গেছে, দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না তার। আগামী ১৯ তারিখ থেকে করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলতে নামবে পাকিস্তান-শ্রীলঙ্কা।

এর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সিরিজ থেকে ছিটকে যান শ্রীলঙ্কার অভিজ্ঞ পেসার সুরাঙ্গা লাকমাল। অর্থাৎ লঙ্কান দলে এখন বলার মতো পেসার থাকল মাত্র দুজন- লাহিরু কুমরার ও বিশ্বনাথ ফার্নান্দো। রাজিথার বদলে দলে কাউকে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

sheikh mujib 2020