advertisement
আপনি দেখছেন

যশস্বী জয়সওয়াল, ভারতের উত্তরপ্রদেশের ভারোহিতে জন্ম। বাবা মুদি দোকানদার। ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন মুম্বাইয়ে। সেখানে যুদ্ধ করতে হয়েছে প্রতিদিনই। সেই ছেলেটি এবারের আইপিএলের নিলামে বিক্রি হয়েছে প্রায় ৩ লাখ টাকায়!

ipl auction rahane cricketer

উত্তরপ্রদেশ ছেড়ে মুম্বাই পাড়ি দেওয়া জয়সওয়ালের উঠে আসাটা সহজ ছিল না। মুদি দোকানি বাবার পক্ষে ক্রিকেটীয় খরচ যোগানো সম্ভব ছিল না। ফলে মুম্বাইয়ে এসে টাকা রোজগারের জন্য রাস্তা পানিপুরি বিক্রি করতেন জয়সওয়াল। টানা তিন বছর মাঠকর্মীদের সঙ্গে ছোট্ট তাবুতেই রাত কাটাতে হয়েছিল তাকে। সেই ছেলেটিকে নিয়ে আজ কাড়াকাড়ি লেগে গিয়েছিল নিলামে।

অবশেষে ২.৪০ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। ১৭ বছর বয়সী তরুণের ভিত্তি মূল্য ছিল মাত্র ২০ লাখ রুপি।

গত বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ডাবল সেঞ্চুরির দিন তার বয়স ছিল ১৭ বছর ১৯২ দিন। তারপর থেকেই আলোচনায় উঠে আসেন তরুণ ক্রিকেটার। আজ কোটিপতি বনে গেলেন এক সময়কার পানিপুরি ওয়ালা ছেলেটি।