advertisement
আপনি দেখছেন

একজন বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার। অন্যজন সেরা ব্যাটসম্যান। ওয়ানডে সিরিজে দুজনের দেখা হয়নি। তবে আগামীকাল থেকে শুরু হওয়া টেস্ট সিরিজে ঠিকই দেখা যাবে তাদের দ্বৈরথ। কাদের কথা বলা হচ্ছে ক্রিকেটপ্রেমীদের বুঝতে বেগ পাওয়ার কথা নয়।

trent boult and virat kohli

নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট এবং ভারতের সর্বাধিনায়ক বিরাট কোহলির কথাই বলা হচ্ছে। ইনজুরির কারণে সীমিত ওভারের সিরিজে ভারতের বিরুদ্ধে খেলতে পারেননি বোল্ট। চোট সেরে টেস্ট ম্যাচ দিয়েই দলে ফিরেছেন তিনি। অপেক্ষা এখন মাঠে নামার; বাইশ গজে ঝড় তোলার।

কিন্তু মাঠে নামার আগেই প্রতিপক্ষ অধিনায়ককে হুমকি দিয়ে বসলেন বোল্ট। বুধবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কোহলিকে সাবধান হতে পরামর্শ দিলেন কিউই পেসার। আত্মবিশ্বাসী কণ্ঠেই বোল্ট বলেছেন, ‘আমি ক্রিকেট খেলি কোহলিদের মতো ব্যাটসম্যানকে আউট করার জন্যই।’

বোল্ট আরো বলেছেন, ‘সেরা ব্যাটসম্যানদের বিপক্ষে নিজের পরীক্ষা নিতে আমার ভালো লাগে। ভালো পারফর্ম করতে এটাই আমাকে প্রেরণা দেয়। আমি কোহলিকে বল করতে মুখিয়ে আছি। ওর উইকেট নেওয়ার জন্য অস্থির হয়ে আছি।’ বোল্টের এই অস্থিরতা কাটবে কিনা সেটা বলে দেবে ওয়েলিংটন টেস্টই।

টেস্ট ক্রিকেটে এ পর্যন্ত কোহলিকে ২১৭টি বল করেছেন বোল্ট। তন্মধ্যে দুবার উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে পাল্টা জবাব দিয়েছেন কোহলিও। ৬১.২৯ স্ট্রাইক রেটে তুলেছেন ১৩৩ রান। সীমিত ওভারের ক্রিকেটেওে এই যুগলের দ্বৈরথ দেখার মতো।

শেষবারের দেখায় কোহলিকে এক রানে আউট করেছিলেন বোল্ট। গত বছর বিশ্বকাপ সেমিফাইনালে ওই আউটটা নিউজিল্যান্ডের জয়ে রেখেছিল বিরাট ভূমিকা। ম্যাচে ভারতের হারের অন্যতম কারণ ছিল ফর্মে থাকা কোহলির ‍শুরুতেই সাজঘরে ফিরে যাওয়া।

ঘুরেফিরে আবারো কোহলির মুখোমুখি বোল্ট। এবারের লড়াইয়ের আগে প্রতিপক্ষ অধিনায়কের ভূয়সী প্রশংসা করেছেন কিউই পেসার। বলেছেন, ‘নিঃসন্দেহে কোহলি অসাধারণ একজন ক্রিকেটার। এটা সবাই জানে সে কতটা ভালো।’ প্রতিপক্ষ ভারতকে নিয়ে তার ভাষ্য, ‘ভারত শক্তিশালী একটা দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্যদের চেয়ে অনেক এগিয়ে আছে ওরা।’

প্রসঙ্গত, বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে চারটায় শুরু হবে নিউজিল্যান্ড-ভারতের ওয়েলিংটন টেস্ট। এই ম্যাচ দিয়ে শততম টেস্টের মাইলফলক স্পর্শ করবেন কিউইদের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর।