advertisement
আপনি দেখছেন

গতকাল মুমিনুল হক কথা দিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের কোনো কোনো ব্যাটসম্যান ১০০, ২০০ বা ৩০০ করবে। বাংলাদেশ অধিনায়কের কথা সত্য হয় কিনা সেটা সময়ই বলে দিবে। এদিকে, বাংলাদেশ-জিম্বাবুয়ের কিন্তু অন্য রকম একটা সেঞ্চুরি হয়ে গেল। মিরপুর টেস্টটি তিন ফরম্যাট মিলিয়ে দু‘দলের ১০০তম ম্যাচ।

bangladesh vs zimbabwe test

১৯৯৭ সালে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে। কেনিয়ার নাইরোবিতে ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিল দুই দল। তার প্রায় সাড়ে ২২ বছর পর শততম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

আজকের ম্যাচ বাদ দিলে দু‘দল টেস্ট খেলেছে ১৬টি, ওয়ানডে ৭২টি ও টি-টোয়েন্টি ১১টি। ৯৯ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে ৫৭টিতে। তিন ম্যাচ ড্র হয়েছে। বাকি ৩৯ ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে।

একশতম ম্যাচ শেষে কাদের জয়ের সংখ্যা বাড়ে সেটাই দেখার বিষয়।বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একশতম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টেস্ট ম্যাচটির দিনের খেলা শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

sheikh mujib 2020