advertisement
আপনি দেখছেন

মিরপুর টেস্টে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। আজ টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংস শুরু করতে নেমে দলীয় ১৮ রানের মাথায় সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। তবে তারপর তামিম ইকবাল ও তিনে নামা নাজমুল হোসেন শান্ত ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে। দ্বিতীয় উইকেটে ৫৯ রান তুলে অবিচ্ছিন্ন রয়েছেন দুজন।

tamim iqbal whacks it over the top

শুরুতে সাবধানী থাকলেও সেট হওয়ার পর দুজনেই চালিয়ে খেলছেন। দ্বিতীয় সেশনের পানি পানের বিরতির আগে ওয়ানডে মেজাজে রান তুলেছেন তামিম-শান্ত।

১ উইকেটে ৭৭ রান নিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ। ৬৪ বলে ৭ চারে ৩৫ রান করে অপরাজিত তামিম। ৫৮ বলে ৫ চারে ৩১ রানে অপরাজিত শান্ত।

উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করে ২৬৫ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ের প্রথম ইনিংস। বাংলাদেশের হয়ে চারটি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহি ও নাঈম হাসান।

sheikh mujib 2020