advertisement
আপনি দেখছেন

একমাত্র ক্রিকেটার হিসেবে পাকিস্তান সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মুশফিকুর রহিম। বিষয়টা নিযে কম তিক্ততা ছড়ায়নি। বিসিবির একটা পক্ষ নাকি চাইছিল ‘শাস্তি’ হিসেবে জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ দেওয়া হোক মুশফিককে। দলের বর্তমান ফর্ম ভালো হলে হয়তো তা করাও হতো! বহু আলোচনার পর দলে জায়গা পেয়েছেন। ব্যাট হাতে এসবের জবাবও দিচ্ছেন।

mushfiqur rahim test photo 2017

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে দারুণ এক ফিফটি তুলে নিয়েছেন মুশফিক। কাল দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় ৬৮ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন। সেখান থেকে আজ তৃতীয় দিনের খেলা শুরু করতে নেমে শুরুতেই ফিফটি পূর্ণ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৭ বল খেলে ১২ চারে ৬১ রানে অপরাজিত মুশফিক। বাংলাদেশের রান ৩ উইকেটে ২৯৪। অর্থাৎ ২৯ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। জিম্বাবুয়ের প্রথম ইনিংস থামে ২৬৫ রানে।