advertisement
আপনি দেখছেন

২০১৮ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে চতুর্থ উইকেট জুটিতে ২৬৬ রান তুলেছিলেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। বাংলাদেশের পক্ষে চতুর্থ উইকেটে সেটিই সেরা জুটি। নিজেদের রেকর্ড আজ নিজেরাই ভেঙে দেওয়ার পথে মুশফিক-মুমিনুল।

mominul haque pats one away

মিরপুর টেস্টে চতুর্থ উইকেটে এখন পর্যন্ত ২২২ রান তুলে অবিচ্ছিন্ন দুজন। এর মধ্যে মুশফিকুর রহিমের অবদান ১২৭। মুমিনুলের ৮৮।

৯৯ রান নিয়ে লাঞ্চে যাওয়া মুশফিক বিরতি থেকে ফিরেই টেস্ট ক্যারিয়ারের সাত নম্বর সেঞ্চুরি পূর্ণ করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮৯ বল খেলে ২২ চারে ১২৭ রানে অপরাজিত মুশফিক। তার সঙ্গে ২৩২ বলে ১৪ চারে ১৩২ রানে অপরাজিত মুমিনুল।

বাংলাদেশের স্কোর ৩৯৪। অর্থাৎ ইতোমধ্যেই ১২৯ রানের লিড পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের প্রথম ইনিংস থেমেছিল ২৬৫ রানে।