advertisement
আপনি দেখছেন

দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করেছেন বান্ধবীর সঙ্গে। কিন্তু খবরটা গোপন থাকেনি। গণমাধ্যমে কয়েকবারই এসেছে গ্লেন ম্যাক্সওয়েলের প্রেমের খবর। তার প্রেমিকা ভারতীয় বংশোদ্ভূত। নাম ভিনি রামান।

maxwell with his girlfriend

তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত আছেন। অবশেষে প্রেমিকাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। দুই বছরের প্রেমের সার্থক পরিণতি হওয়াটা এখন শুধুই সময়ের অপেক্ষা।

বুধবার রাতে ম্যাক্সওয়েলের প্রেমিকা রামান সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের অগ্রিম খবরটা দিয়েছেন। ম্যাক্সির সঙ্গে একটি ছবি পোস্ট করে কমেন্টে ভক্তকদের সুখবরটা দিয়েছেন তিনি। রামান লিখেছেন, ‘গত সপ্তাহে আমার প্রিয় মানুষটি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।’

একটি হাসির এবং আংটির ইমোজি দিয়ে হ্যাসট্যাগ দিয়ে রামান লিখেছেন ‘হ্যাঁ’। যে ছবি রামান পোস্ট করেছেন সেখানে দেখা যায় ম্যাক্সওয়েলের সঙ্গে হাস্যোজ্জ্বল পোজ দিয়েছেন তিনি। ছবিতে তার হাতে এঙ্গেজমেন্টের আংটিটাও দেখা যাচ্ছিল। একই ছবি ম্যাক্সিও পোস্ট করে এঙ্গেজমেন্টের খবরটি দিয়েছেন।

যার অর্থ দাঁড়াচ্ছে দুজনের মধ্যে আংটি বদল হয়ে গেছে। এখন ম্যাক্সির ভক্তরা বিয়ের সুখবরের অপেক্ষায় থাকতে পারেন।