advertisement
আপনি দেখছেন

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ নারীদের টি২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। ম্যাচের আগে অজি পেসার মেগান স্কাট প্রতিদ্বন্দ্বিতার সুরে জানান, ভারতের বিপক্ষে খেলতে ঘৃণা করেন তিনি।

meganschutt

এর আগে ভারতীয় দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মন্ধনার কাছে বেধড়ক পিটুনি খেয়েছেন এই পেসার। তাই এই পেসার বলেন, "আমি ভারতের বিপক্ষে খেলতে ঘৃণা করি। ওরা আমার কাছ থেকে অনেক রান নিয়েছে। স্মৃতি ও শেফালি আমাকে শেষ করে দিয়েছে। ত্রিদেশীয় সিরিজে শেফালি আমাকে যে ছক্কাটা মেরেছিল, কখনো অতবড় ছক্কা হজম করিনি।"

এ ছাড়া হতাশার সুরে তিনি আরো বলেন, "বোলার হিসেবে আবার মুখোমুখি হওয়ায় অবশ্যই কিছু পরিকল্পনা তো থাকেই। তবে পাওয়ার প্লেতে আমি ওদের বিপক্ষে লড়াইয়ে পিছিয়ে। ওরা আমাকে বেশ সহজেই খেলে।"

উল্লেখ্য, অস্ট্রেলিয়া এর আগে চারবার নারীদের টি২০ বিশ্বকাপ ঘরে তুললেও ভারত এবারই প্রথম খেলছে ফাইনালে।