advertisement
আপনি দেখছেন

স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। সন্ধ্যা ছয়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

tamim liton shylet match

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসে জিম্বাবুয়ে। এর পর টেস্টে ভরাডুবি এবং ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর ক্রিকেটের ছোট সংস্করণ টি২০-তে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন সফরকারী দলের অধিনায়ক।

এর আগে সবমিলিয়ে বাংলাদেশ ও জিম্বাবুয়ে টি-টোয়েন্টিতে মোট ১১ বার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয় ৭টি, আর জিম্বাবুয়ের ৪টি। সর্বশেষ ৫ ম্যাচে বাংলাদেশের ৩ জয়ের বিপরীতে জিম্বাবুয়ের জয় ২টি।

ম্যাচটি সরাসরি দেখাচ্ছে গাজী টিভি। আগামী বুধবার একই মাঠে, একই সময়ে দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে।