advertisement
আপনি দেখছেন

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের আতঙ্ক, বাদ নেই ক্রিড়াঙ্গনও। করোনার প্রভাবে প্রায় সব খেলাধুলা বন্ধ হয়ে গেছে। ফুটবলের পর করোনাভাইরাসের প্রভাব ক্রিকেটেও বেশ ভালোভাবেই পড়েছে। করোনা আতঙ্কে এবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ স্থগিত করা হলো। এর আগে আইপিএল, ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজও স্থগিত করা হয়।

ausvsnz3

করোনাভাইরাসের প্রভাবে তাসমান সাগর পাড়ের দুই প্রতিবেশী দেশের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে হয়েছে দর্শকশূন্য গ্যালারিতে। শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সেই ম্যাচে ৭১ রানে জয় পায় স্বাগতিকরা। এর একদিন পরই স্থগিত হয়ে গেল বাকি সিরিজ।

এর আগে গত ৮ মার্চ এমসিজিতে নারী বিশ্বকাপের ফাইনাল খেলা দেখা এক ব্যক্তিকে করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৫০। দেশটিতে এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, বিশ্বব্যাপী সাড়ে চার হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে।