advertisement
আপনি দেখছেন

দেশের অন্যতম সফল স্পিনার আব্দুর রাজ্জাক। ২০১৪ সাল থেকে রঙ্গিন পোষাকে জাতীয় দলের বাইরে থাকলেও এই বাঁহাতি স্পিনার এবার ফিরছেন নির্বাচক হিসেবে। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)!

abdur razzak suffered an accident in road

২০১৬ সাল থেকে নির্বাচক প্যানেল চলছে দুজন দিয়ে। ফারুক আহমেদ সরে যাওয়ার পর থেকে তার স্থলাভিষিক্ত হয়নি কেউ। এবার সেখানে বোর্ডের ভাবনা জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৮ সালে টেস্ট খেলা রাজ্জাক।

নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলা এই স্পিনার এবারও ছিলেন মোহামেডান দলে। তবে করোনাভাইরাসের আতঙ্কের কারণে স্থগিত রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। তাই ভিন্ন কিছু ভাবার সুযোগ এই স্পিনারের সামনে।

দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিককে এই বাঁহাতি স্পিনার বলেন, 'হ্যাঁ আমার সাথে কথা হয়েছে। একটু ভেবে সিদ্ধান্ত নিতে চাচ্ছি।'

নির্বাচক হলে খেলাও ছাড়তে হবে ৩৭ বছর বয়সী এই স্পিনারকে। সেটা নিয়েই ভাবছেন তিনি।

১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচে এই বাঁহাতি অর্থোডক্স স্পিনার শিকার করেছেন ৬৩৪ উইকেট, যা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ।