advertisement
আপনি দেখছেন

সরাসরি কিছু বলেননি সাকিব আল হাসান, তবে ইঙ্গিতে বাবা হওয়ার সুসংবাদটা দিয়ে রাখলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। নিজের অফিসিয়াল পেজে আজ মেয়ে আইলানার একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে দুই শব্দের ক্যাপশনে লিখেছেন, ‘বিগ সিস্টারহুড’। আইলানার হাতে ছোট্ট শিশুর জামা, সেখানে লেখা আছে ‘ওয়েলকাম হোম’।

sakib father

ইঙ্গিত স্পষ্ট, দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

পরিবারের সদস্য ৩ থেকে গড়াবে ৪-এ। ছবিতে আইলানার অভিব্যক্তি সেটাই বলে দেয়। আনন্দের অতিশয্যে চোখ-মুখ বুজে আছেন ছোট্ট আইলানা। একই ছবি শেয়ার করেছেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশিরও। ব্যস, দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অভিনন্দন জানাচ্ছেন সাকিব ভক্তরা।

২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে বন্ধনে আবদ্ধ হন সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। ২০১৫ সালের ৮ নভেম্বর তাদের প্রথম সন্তান আইলানার জন্ম হয়। বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন এই ক্রিকেটার।