advertisement
আপনি দেখছেন

দীর্ঘ চার মাস পর মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। সেই রোমাঞ্চ নিয়েই টেলিভিশনের সামনে বসেছিলেন দর্শকরা। কিন্তু তিাতে জল ঢেলে দিল বৃষ্টি। তিন ম্যাচ টেস্ট সিরিজের শুরুর দিন অবিরাম কেঁদেছে সাউদ্যাম্পটনের আকাশ। বৃষ্টির ফাঁকে ১৭.৪ ওভার খেলা হয়েছিল। যেখানে এক উইকেট হারিয়ে ৩৫ রানে প্রথম দিনের খেলা শেষ করে ইংল্যান্ড।

west indies celebration 2020

বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও লড়াইটা ভালোভাবে জমতে দেয়নি বৃষ্টি। এদিনও যথেষ্ঠ ভোগাল দুই দলকে। বৃষ্টিভেজা এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইনাপের সামনে স্রেফ বিধ্বস্ত হলো ইংলিশ ব্যাটিং অর্ডার। ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারের ক্যারিয়ার সেরা বোলিং ও পেসার শ্যানন গ্যাব্রিয়েলের দুর্দান্ত পারফরম্যান্স ধসিয়ে দিল স্বাগতিকদের।

দুজনের তোপের মুখে প্রথম ইনিংসে কোনোরকম দলীয় সংগ্রহ দুশো ছাড়াল ইংল্যান্ড। ইংলিশদের ২০৪ রানে থামিয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে এক উইকেটে ৫৭ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ক্যারিবীয়রা। স্বাগতিকদের চেয়ে এখনো ১৪৭ রান রান পিছিয়ে আছেন হোল্ডার অ্যান্ড কোং।

ওপেনার জন ক্যাম্পবেল ফিরে গেছেন ব্যক্তিগত ২৮ রানে। কুড়ি রানে টিকে থাকলেন উদ্বোধনী জুটিতে তার সঙ্গী ক্রেইগ ব্র্যাথওয়েট। আজ তৃতীয় দিন তার সঙ্গী শাই হোপ (৩*)। বড় লিডের আশা নিয়েই বাইশ গজে আসবেন তারা। উইন্ডিজকে এমন সুবিধাজনক অবস্থায় এনে দিয়েছেন হোল্ডার ও গ্যাব্রিয়েল। ছয় উইকেট নিয়েছেন প্রথমজন। বাকি চারটা দ্বিতীয়জনের।

দুই ক্যারিবীয় পেস তোপে হাফসেঞ্চুরি করতে পারেননি ইংল্যান্ডের কেউ। তবে সম্ভাবনা জাগিয়েছিলেন চারজন- ওপেনার জো বার্নস (৩০), ভারপ্রাপ্ত অধিনায়ক বেন স্টোকস (৪৩), উইকেটরক্ষক জস বাটলার (৩৫) ও ডম বেস (৩১)। বাকি সাতজনের তিনজন যেতে পারেননি দুই অংকে। চারজন ছুঁয়েছেন দুই অংক; প্রত্যেকেই আউট হয়েছেন উইকেটে থিতু হওয়ার পর।

sheikh mujib 2020