advertisement
আপনি দেখছেন

জাতীয় দলের আবাসিক ক্যাম্পকে সামনে রেখে সপ্তাহ খানেক আগে ক্রিকেটার এবং কোচিং স্টাফদের করোনা টেস্ট করানো হয়। সেখানে রিপোর্ট পজিটিভ আসে ওপেনার সাইফ হাসানের। ট্রেইনার নিক লিরও আসে একই ফলাফল। বর্তমানে তিনি সুস্থ হয়ে অনুশীলনে যোগ দিয়েছেন।

saif hasan u 19সাইফ হাসান

এদিকে দ্বিতীয় দফায় গতকাল করোনা টেস্ট করা হয় সাইফ হাসানের। রিপোর্ট আসার পর জানা যায়, এ যাত্রাতেও পজিটিভ তিনি। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বিষয়টি নিশ্চিত করেছে। আপাতত কোয়ারেন্টাইনে আছেন সাইফ। অবশ্য শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে রাখা হয়নি এই ব্যাটসম্যানকে। সেদিক বিবেচনায় কোনো চিন্তা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। 

চলতি বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে অভিষেক হয় সাইফের। ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষেও খেলেন সাদা পোশাকে। তবে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি এই ডানহাতি।

sheikh mujib 2020