advertisement
আপনি দেখছেন

করোনাকালীন সময়ে ইংল্যান্ডের পর দ্বিতীয় দেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে যাচ্ছে পাকিস্তান। আগামীকাল (শুক্রবার) সিরিজের প্রথম ওয়ানডেতে তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। তার আগে দুঃসংবাদ পেলো দলটি। ইনজুরির কারণে ছিটকে গেলেন লেগ স্পিনার সাদাব খান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

shadab khanছিটকে গেলেন সাদাব খান

এক বিবৃতিতে পিসিবি জানায়, নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ চলাকালীন বাঁ পায়ের পেশিতে চোট পান সাদাব। এর ফলে আগামীকালের ওয়ানডেতে খেলতে পারবেন না এই বোলার। আপাতত তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। সুস্থ হয়ে আসন্ন সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে মাঠে নামতে পারবেন কিনা সে বিষয়ে এখনই কিছু জানা যায়নি।

বাকি দুই ম্যাচ হবে ১ এবং ৩ নভেম্বর। পাকিস্তান-জিম্বাবুয়ের এই সিরিজটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত ওয়ানডে সুপার লিগের অংশ। এরপর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৭ তারিখ। সবগুলো ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডি।

sheikh mujib 2020