বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয় গত ১২ নভেম্বর। ১ কোটি ১৩ লাখ টাকা খরচ করে নিজেদের স্কোয়াড বেছে নেয় বরিশাল ফরচুন। তাদের নেই অভিজ্ঞ মুখের ছড়াছড়ি। এটা নিয়ে খুব একটা চিন্তিত নন দলটির অধিনায়ক তামিম ইকবাল খান। দলে নামজাদা ক্রিকেটার না থাকা সত্ত্বেও আশা ছাড়ছেন না বাংলাদেশ ওপেনার।
ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল
তামিমের মতে, অপরিচিত মুখরাও পারফর্ম করে সামনে আসতে পারে। এজন্য প্রেসিডেন্টস কাপের উদাহরণ টানেন তিনি। গণমাধ্যমকে বাংলাদেশের ওয়ানডে দলপতি বলেন, ‘আপনি প্রেসিডেন্টস কাপের দিকে তাকান। দুই-তিনজনকে নিয়ে আমরা কেউই চিন্তা করিনি যে, এতো ভালো খেলবে। টুর্নামেন্ট শেষ হওয়ার পর তাদেরকে নিয়েই আলোচনা সবচেয়ে বেশি। আমি আশা করি, যারা লাইমলাইটে নেই তারাও ওইরকম পারফরম্যান্স করবে। যতটুকু দলকে দেওয়া দরকার তার থেকে বেশি দেবে।’
ড্রাফটে নিজেদের ভুল অকপটে স্বীকার করলেন তামিম। সেই সাথে জানিয়ে দিলেন, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। এখানে যেকোনো কিছুই সম্ভব, ‘ড্রাফটে আমরা কিছু ভুল করেছি এটা নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। এটাও বুঝতে হবে, ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যেকোনো কিছু হতে পারে। তাই চিন্তা করছি না। দলে কিছু খেলোয়াড় আছে যাদের নিয়ে হয়তো তেমন আলোচনা হচ্ছে না। কিন্তু তারা একটা ভালো টুর্নামেন্ট পার করতে পারে।’
ফরচুন বরিশালের খেলোয়াড়দের নামের তালিকা: তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দী শুভ, সাইফ হাসান।