advertisement
আপনি দেখছেন

ছোট থেকেই শুভমান গিল স্বপ্ন দেখতেন দেশের জার্সি গায়ে অস্ট্রেলিয়া সফর করবেন। অবশেষ সেটা এখন বাস্তব। ভারতীয় দলের সদস্য হয়ে বর্তমানে সিডনিতে অবস্থান করছেন তিনি। বয়স কম। আসন্ন সিরিজ নিয়ে তাই বেশ উত্তেজিত পাঞ্জাবের হয়ে ২০১৭-১৮ মৌসুমে রঞ্জি ট্রফিতে অভিষেক হওয়া এই ডানহাতি ব্যাটসম্যান।

shubman gill kolkataশুভমান গিল

টিভির পর্দায় ভারত-অস্ট্রেলিয়ার খেলা দেখার সময় গিল ভাবতেন, তিনিও একদিন শাসন করবেন অজি বোলারদের। সময়ের পরিক্রমায় জাতীয় দায়িত্বটা তার কাঁধে এসে পড়েছে। তাসমান পাড়ে নিজের প্রথম সফর নিয়ে কি ভাবছেন কলকাতা নাইট রাইডার্সের এই ওপেনার? শোনা যাক তার নিজের মুখেই, ‘আসন্ন সিরিজ নিয়ে আমি অনেক উত্তেজিত। ছোট বেলায় ভারত-অস্ট্রেলিয়ার খেলা দেখতাম। এখন আমিই এর অংশ।’

বন্ধুদের সাথে অস্ট্রেলিয়ায় সময়টা দারুণ উপভোগ করছেন গিল। তবে ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজ নিয়ে কোনো লক্ষ্য নেই তার। খেলে যাবেন দলের চাহিদা অনুযায়ী, ‘আমার কয়েকজন বন্ধুও এই সফরে আছে। সবাই মিলে দারুণ উপভোগ করছি। ব্যক্তিগতভাবে কোনো লক্ষ্য ঠিক করিনি। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করবো। আমি মাঠে নামতে মুখিয়ে আছি।’

sheikh mujib 2020