জাতীয় দলে পথচলার শুরুতেই ‘ভবিষ্যত ওয়াসিম আকরাম’ তকমা পান মোহাম্মদ আমির। বাঁ হাতের দুর্দান্ত বোলিংয়ে অল্পতেই সবার মন কেড়ে নেন এই পেসার। কিন্তু শুরুর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। পাকিস্তানে সাবেক গতি তারকা শোয়েব আখতার বলছেন, বাজে সঙ্গের কারণে ক্যারিয়ার শেষ আমিরের।
মোহাম্মদ আমির
অল্প বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আমিরের। কিন্তু কিছুদিন না যেতেই জড়ান ফিক্সিং কেলেঙ্কারিতে। এজন্য তাকে পাঁচবছর নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফিরে এসে জাতীয় দলে পুনরায় খেলেছেন। তবে তার বোলিংয়ে আগের মতো ধার দেখা যায়নি। যেটা সত্যিই খুব হতাশাজনক।
তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে আগামী মাসের শুরুর দিকে নিউজিল্যান্ড যাবে পাকিস্তান ক্রিকেট দল। বাজে ফর্মের কারণে আসন্ন সিরিজে দলে জায়গা হয়নি আমিরের। এই পেসারের এমন অবস্থার জন্য শোয়েব দুষলেন তার খারাপ সঙ্গকে, ‘আমিরকে সতর্ক করা হয়েছিলো। সে শুনেনি। বাজে সঙ্গই ওর ক্যারিয়ার শেষ করে দিলো।’