মরার ওপর খাঁড়ার ঘা যাকে বলে আরকি! ঠিক তাই হলো ভারতীয় ক্রিকেট দলের সাথে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে গতকাল (২৭ নভেম্বর) টিম অস্ট্রেলিয়ার কাছে ৬৬ রানের বড় ব্যবধানে পরাজয়বরণ করে সফরকারীরা। এবার স্লো ওভার রেটের কারণে শাস্তি পেলো বিরাট কোহলি এন্ড কোং।
কোহলি আউট, উল্লসিত হ্যাজেলউড
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। এদিন ভারতীয় বোলারদের পাত্তাই দেয়নি তারা। দলের হয়ে সেঞ্চুরি করেন অ্যারন ফিঞ্চ এবং স্টিভ স্মিথ। এছাড়াও ফিফটি হাঁকান ডেভিড ওয়ার্নার। শেষ দিকে গ্ল্যান ম্যাক্সওয়েলের টর্নেডো ইনিংসের ওপর ভর করে ৩৭৪ রান সংগ্রহ করে অজিরা।
অস্ট্রেলিয়ার রান পাহাড় গড়ার দিনে অনেকটাই মলিন দেখা যায় কোহলিকে। ম্যাচ চলাকালীন সময় বারবার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন। মূলত এ কারণেই নিজেদের ৫০ ওভার শেষ করতে অতিরিক্ত সময় ব্যয় হয় ভারত অধিনায়কের। যেটা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিয়ম বহির্ভূত।
বেঁধে দেওয়া সময়ের পরে শেষ ওভারটি করায় ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দিতে হবে পুরো ভারতীয় দলকে। ডেভিড বুন আনুষ্ঠানিক অভিযোগ আনেন অতিথিদের বিরুদ্ধে। কোহলি নিজেদের দোষ স্বীকার করে নিলে শুনানির প্রয়োজন হয়নি।