হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকায় যেতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথুস। এখন তিনি পুরোপুরি সুস্থ। তাই এই সিমিং অলরাউন্ডারকে নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করলো ক্রিকেট শ্রীলঙ্কা।
অ্যাঞ্জেলো ম্যাথুস
আগামীকাল ১৪ জানুয়ারি গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। একই ভেন্যুতে সাদা পোশাকের দ্বিতীয় ম্যাচটি হবে ২২ তারিখ। এজন্য ইতোমধ্যে নিজেদের দল ঘোষণা করেছে সফরকারী ইংল্যান্ড।
শ্রীলঙ্কার টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল জানিথ পেরেরা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ওশাদা ফার্নান্দো, নিরোশান ডিকভেলা, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, লাসিথ এম্বুলদেনিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, দুষ্মন্ত চামিরা, দাসুন শানাক, আশিথা ফার্নান্দো, রোশান সিলভা, লাকসান সান্দাকান, নুয়ান প্রদীপ এবং রমেশ মেন্ডিস।
ইংল্যান্ডের টেস্ট দল : জো রুট (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জোনাথান বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কুরান, বেন ফকস, ডেন লরেন্স, জ্যাক লিচ, ডম সিবলি, অলি স্টোন, ক্রিস ওকস, মার্ক উড। রিজার্ভ: জেমস ব্রেসে, ম্যাসন ক্রেন, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাথু পার্কিনসন, ওলি রবিনসন, আমার ভার্দি।