সাকিব আল হাসান। ব্যাট কিংবা বল, দুদিক দিয়েই সমান পটু তিনি। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত নিজের ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন বিরামহীনভাবে। এবার দারুণ এক কীর্তি গড়লেন মাগুরার এই অলরাউন্ডার।
সব সংস্করণ মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে দেশের মাটিতে ৬০০০ রান এবং ৩০০ উইকেটের মালিক বনে গেলেন সাকিব। এর আগে এমন কীর্তি করে দেখাতে পারেননি আর কোনো ক্রিকেটার।
সময় গড়ার সাথে সাথে সাকিবের রেকর্ডের পাতাটাও সমৃদ্ধ হচ্ছে। একই ভেন্যুত একসাথে আড়াই হাজার রান এবং ১০০ উইকেট নেই কোনো ক্রিকেটারের। গত ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেটাই করে দেখালেন সাকিব।
আরও একটি মাইলফলক অপেক্ষা করছে সাকিবের জন্য। আর মাত্র তিন ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখাতে পারলেই স্বীকৃত ক্রিকেটে ১ হাজার উইকেটের মালিক হবেন তিনি। এছাড়াও ৪ উইকেট নিতে পারলে মাশরাফি মর্তুজাকে টপকে দেশের ক্রিকেটের ইতিহাসে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারীর হতে পারবেন।