advertisement
আপনি দেখছেন

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবল ধোলাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দরজায় কড়া নাড়ছে টেস্ট সিরিজ। এর প্রথমটি শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তার আগে ক্যারিবীয়দের অফ স্পিনিং অলরাউন্ডার রাহকিম কর্নওয়াল জানালেন, জয়ে চোখ তাদের।

rahkeem cornwall afganistan testরাহকিম কর্নওয়াল

বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের যাত্রা শুরু হয় ওয়েস্ট ইন্ডিজের। করোনার অজুহাত এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে সফরে আসেননি প্রথম সারির ১২ জন ক্রিকেটার। স্বাভাবিকভাবেই প্রথম তিন ম্যাচে কোনো পয়েন্ট ঝুলিতে পুরতে পারেনি ক্যারিবীয়রা। এ অবস্থায় এখন মাঠে নামতে হবে সাদা বলের ক্রিকেটে।

তবে ওয়ানডেতে হোয়াইটওয়াশের দুঃখ ভুলে আসন্ন টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে দৃঢ় প্রত্যয়ী কর্নওয়াল। সেই সাথে ভক্তদের আশার বাণী শুনিয়ে দিলেন ১৪০ কেজি ওজনের এই ক্রিকেটার, ‘প্রথমত আমাদের একটি জয় পেতে হবে। টেস্ট সিরিজটা জিততে পারলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য ভালো। আশাকরি আমাদের ভক্তদের জন্য প্রত্যাশিত কিছু দিতে পারবো।’

rahkeem cornwall vs afganistan

বাংলাদেশের কন্ডিশনে ক্রিকেট খেলা অনেক কঠিন বলে মনে করেন কর্নওয়াল। এরপরও নিজেদের মানিয়ে নিয়ে সেরাটাই দিতে চান তিনি, ‘দীর্ঘ সময় ধরে করা অনুশীলন উপকারে আসছে। আপনাকে এই কন্ডিশনে মানিয়ে নিতে হবে। বাংলাদেশে ক্রিকেট খেলা খুব কঠিন। এখানকার পরিবেশ শুষ্ক। এসবের সাথে নিজেদের মানিয়ে নিয়েই আমরা সেরাটা দেবো।’

sheikh mujib 2020