আগামী ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি এবং মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এজন্য আজ (২৭ জানুয়ারি) দল ঘোষণা করলো দেশটির ক্রিকেট বোর্ড (সিএ)। বিশ ওভারের সিরিজে নেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং প্যাট কামিন্স। যথারীতি দুই সংস্করণে অজিদের নেতৃত্ব দেবেন টিম পেইন এবং অ্যারন ফিঞ্চ।
ভারতের বিপক্ষে ঘরের মাঠে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হাতছাড়া করে অস্ট্রেলিয়া। এরপর থেকেই পেইনকে নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়। তার অধিনায়কত্ব কেড়ে নেওয়ার জন্যও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা নিজেদের মতামত দেন। তাতে অবশ্য কর্ণপাত করেনি বোর্ড। আগামী মার্চে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে অজিরা।
২২ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ম্যাথু ওয়েড, অ্যাস্টন আগার, জেসন বেভেনড্রফ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডর্মট, রিইলি মেডেরিথ, জস ফিলিপ, জে রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডেনিয়েল স্যামস, তানভীর সাঙ্গা, ডার্কি শর্ট, মার্কাস স্টইনিস, অ্যাস্টন টার্নার, এন্ড্রু টাই, এবং এ্যাডম জাম্পা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল: টিম পেইন (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, ক্যামেরুন গ্রিন, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, মইসেস হেনরিকস, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্ক স্টেকিটি, মিশেল সুইপসন, এবং ডেভিড ওয়ার্নার।