advertisement
আপনি দেখছেন

প্রথম দুই টেস্ট শেষে ১-১ সমতায় আছে ইংল্যান্ড ও ভারত। শেষ ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে খুব বাজেভাবে হেরে গেছে জো রুটের দল। স্বাভাবিকভাবেই তাদের মানসিক অবস্থা ভালো থাকার কথা না। জোফরা আর্চার এমন পরিস্থিতি থেকেও সিরিজ জেতার হুঙ্কার দিচ্ছেন।

jofra archer 2020জোফরা আর্চার

আহমেদাবাদের মোতেরা ক্রিকেট গ্রাউন্ডে আগামীকাল তৃতীয় টেস্টে ভারত এবং ইংল্যান্ড একে অন্যের মোকাবেলা করবে। সিরিজের শেষ টেস্ট হবে ৪ মার্চ একই ভেন্যুতে। তার আগে গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আর্চার বলেন, অবশ্যই সিরিজ জেতা সম্ভব। আমরা এমন চিন্তা থেকেই সব সময় খেলতে নামি।

সিরিজ জিতলে চাইলে এখন যেকোনো দলকে শেষ দুই টেস্ট জিততে হবে অথবা একটা জিতে অন্যটাতে ড্র করলেও চলবে। হারার কোনো সুযোগ নেই। এমন সমীকরণে দাঁড়িয়ে আর্চার বলছেন, তৃতীয় ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, ‘তৃতীয় টেস্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা জিততে পারলে আমরা চালকের আসনে বসতে পারবো। সিরিজের নিয়ন্ত্রণও চলে আসবে।’

jofra archer test five wicket

চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি আর্চার। এখন সাদা পোশাকের তৃতীয় ম্যাচের মাঠে নামতে প্রস্তুত আছেন তিনি, ‘আমি সুস্থ আছি। এখন কোনো সমস্যা হচ্ছে না। দ্বিতীয় টেস্টেও খেলতে পারতাম। তবে দল থেকেই আমাকে বিশ্রাম দেওয়া হতো। এজন্য ইনজেকশন নিয়ে তৃতীয় ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করেছি।’

sheikh mujib 2020