advertisement
আপনি দেখছেন

ভারত যখন করোনায় পুড়ছে, তখন মহা সমারোহে চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এ নিয়ে সমালোচনা-বিতর্কের অন্ত ছিল না। কিন্তু সবকিছুকে থোড়াই কেয়ার করে টুর্নামেন্ট চালিয়ে নিচ্ছিল কর্তৃপক্ষ। অবশেষে নানা জল্পনা-কল্পনার পর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো আইপিএলের ১৪তম আসর।

ipl logo 3

আজ মঙ্গলবার (৪ মে) দুপুরে এই ঘোষণা দেওয়া হয়েছে।

করোনা শঙ্কাকে পাশ কাটিয়েই গত ৯ মে শুরু হয়েছিলো কোটি টাকার টুর্নামেন্টের এই ১৪তম আসর। প্রথমদিকটা ভালোভাবে কেটে গেলেও মাঝপথে এসে সমস্যা দেখা দেয়। করোনা আক্রান্ত হন কলকাতা নাইট রাইডার্সের দুই খেলোয়াড়। এছাড়াও চেন্নাই সুপার কিংসের তিনজন সাপোর্ট স্টাফ পজিটিভ হয়েছেন।

এমন কঠিন পরিস্থিতে আইপিএল বন্ধের ডাক আসছিলো চারদিক থেকে। আইপিএল বন্ধের দাবিতে দিল্লির উচ্চ আদালতে আবেদন করেছেন আইনজীবী করণ সিংহ ঠুকরাল এবং সমাজসেবক ইন্দর মোহন সিংহ। এই দুইজনের দাবি, আইপিএল বন্ধ করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিক আদালত।

এই যখন পরিস্থিতি, তখন অনেকটা বাধ্য হয়েই আইপিএলের ১৪তম আসরটি স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তীতে কখন, কীভাবে, কোথায় এর বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে, তা জানিয়ে দেওয়া হবে।