advertisement
আপনি দেখছেন

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় শোয়েব আখতারের অনেক তেতো কথা হজম করতে হয়েছে হরভজন সিংকে। তারওপর খোঁচা দেন মোহাম্মদ আমির। সেটা ভালোভাবে না নিতে পারায় তিক্ত জবাব দেন সাবেক ভারতীয় বোলার। জবাবে পাটকেল ছুঁড়েছেন পাক পেসার।

amir and harbhajanহরভজন ও আমির

হরভজনকে রাগানোর জন্য টুইট বার্তায় আমির লেখেন, ‘ইউটিউবে তোমার বোলিং দেখছিলাম, যেখানে শাহিদ আফ্রিদি তোমাকে চার বলে চারটি ছক্কা মেরেছিল। টি-টোয়েন্টি আর ওয়ানডেতে এমনটা হতেই পারে, কিন্তু টেস্ট ম্যাচে এমন ঘটনা সচরাচর দেখা যায় না। মারটা একটু বেশিই হয়ে গিয়েছিল।’

জবাবে টুইটারে ২০১০ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে আমিরের নো বলের একটি ছবি পোস্ট করে হরভজন লেখেন, ‘লর্ডসে নো বল কীভাবে হয়েছিল? কত টাকা নিয়েছিলে? আর কে টাকা দিয়েছিল? টেস্ট ক্রিকেটে নো বল হয় কীভাবে? ক্রিকেটকে কলুষিত করার জন্য তোমার এবং তোমার ভক্তদের লজ্জিত হওয়া উচিত।’

এই কথার প্রেক্ষিতে আমিরের জবাব, ‘আমার অতীত নিয়ে কথা বলছো। তাহলে নিজের অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে কিছু বলো। তিনদিন আগেই তোমাদের মুখ বন্ধ করে দিয়েছি। এখন দেখো, কীভাবে আমরা বিশ্বকাপ জিতি। পার্কে গিয়ে হাওয়া খাও। মন ভালো থাকবে।’