advertisement
আপনি দেখছেন

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। আঙুলের চোটের কারণে বাবর আজমদের বিপক্ষে সিরিজে নেই তামিম ইকবাল খান। এমনকি সুস্থ না হয়ে ওঠায় খেলতে পারবেন না নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা পোশাকের সিরিজেও। বাঁহাতি ওপেনার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

tamim iqbal test sadতামিম ইকবাল

গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো আয়োজিত নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ, ইপিএলে খেলতে গিয়ে বুড়ো আঙুলে চোট পান তামিম। এক্স রে করালে সেখানে চিড় ধরা পড়ে। একমাস বিশ্রামে থাকার পর ব্যাটিং শুরু করলেও স্বস্তি পাচ্ছিলেন না। পুনরায় এক্স রে করাতে গিয়ে নতুন চিড় ধরা পড়ে বাংলাদেশ ওয়ানডে দলপপতির আঙুলে।

উপায়ান্তর না দেখে কয়েকদিন আগে ডাক্তার দেখাতে ইংল্যান্ড যান তামিম। প্রথমে অপারেশন করার সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত সেই শঙ্কা কেটে গেছে। ফ্র্যাকচার সেরে ওঠায় এখন চার সপ্তাহের মতো বিশ্রামে থাকবে হবে দেশসেরা ওপেনারকে। নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে না পেয়ে স্বাভাবিকভাবেই মন খারাপ টাইগার ভক্তদের।

bcb logo 5বিসিবির লোগো

লন্ডন থেকে ফোনে গণমাধ্যমকে তামিম বলেন, ‘অপারেশন করাতে হয় কি-না এটা ভেবে অনেক চিন্তায় ছিলাম। স্বস্তির কথা হল, সেটা করাতে হচ্ছে না। অপারেশন করালে ৮ থেকে ১২ মাসের মতো মাঠের বাইরে থাকতে হতো। হাতের রেঞ্জ স্বাভাবিক হওয়ায় এখন চার সপ্তাহ অপেক্ষা করতে হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ডাক্তার আবার দেখবেন। তখন সবুজ সংকেত পেলে ব্যাটিং শুরু করতে পারবো।’

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে নিউজিল্যান্ডে যাওয়ার কথা আছে বাংলাদেশ দলের। আগামী ১ জানুয়ারি প্রথম টেস্টের পর সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি।