advertisement
আপনি দেখছেন

সাম্প্রতিক সময়ে মাঠের ক্রিকেটে বিবর্ণ টিম বাংলাদেশ। একের পর এক পরাজয়ে হতাশ ভক্তরা ক্রিকেটারদের কঠোর সমালোচনা করছেন। বিষয়টা ভালো লাগেনি মুশফিকুর রহিমের। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর সমালোচকদের আয়নায় মুখ দেখতে বলেছিলেন তিনি। এরপর টানা কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উইকেটকিপার ব্যাটসম্যানের মুন্ডুপাত করেছেন ক্ষুব্ধ সমালোচকরা।

mominul haque 4মমিনুল হক সৌরভ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের প্রতিটাতেই হেরেছে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের কুড়ি ওভারের সিরিজে ধবল ধোলাই হয়েছে তারা। তাই মাঠের বাইরের সমালোচনা এখনও থামেনি। তবে এসব নিয়ে ভাবতে নারাজ মমনিুল হক সৌরভ। মুশফিকের ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে টাইগারদের সাদা পোশাকের অধিনায়ক মনে করেন, সমালোচকদের মুখ বন্ধ না করতে গিয়ে নিজেদের কান বন্ধ রাখা উচিত।

মমিনুলের বিশ্বাস, এমন বাজে সময় থেকে বের হয়ে আসবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে কক্সবাজারের এই ক্রিকেটার বলেন, ‘দেখুন, বাংলাদেশ ক্রিকেটে এমন পরিস্থিতি এবারই প্রথম না। এর আগেও কয়েকবার এমন হয়েছে। আপনারাও জানেন, আমরা সবসময় এমন অবস্থা থেকে বের হয়ে এসেছি। এই সময়টায় মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে থাকে। কারণ এই সময়ে আমরা বাইরের কথা বেশি শুনি।’

‘আমি চেষ্টা করছি যে, সবাই যেন বাইরের কথায় কান না দিয়ে নিজের কাজের প্রতি বেশি মনোযোগ দেয়। ভালো অবস্থানে ফিরে যাওয়ার জন্য নিজেদের কাজে মন দেওয়া উচিত। সবাই সেটাই করছে। কারণ আপনি মানুষের মুখ বন্ধ করতে পারবেন না। তবে আমার কাছে মনে হয়, নিজের কানটা বন্ধ করতে পারবেন।’