advertisement
আপনি পড়ছেন

আফ্রিকা অঞ্চলে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবে বাতিল হয়ে যায় আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। জিম্বাবুয়ের মাটিতে চলমান এই টুর্নামেন্ট বাতিলের ঘোষণা দেওয়া হয় গত ২৭ নভেম্বর। এ অবস্থায় ওমিক্রনের প্রভাবে ফ্লাইট জটিলতায় পড়ে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। তিন দেশ ঘুরে চার দিন পর আজ বুধবার দেশে ফিরেছে তারা।

bd women cricket teamদেশে ফিরেছে নারী ক্রিকেট দল

আজ সকালে ওমানের মাস্কাট থেকে ঢাকায় আসে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করা নারী দল। ঢাকায় নেমেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে চলে যেতে হয়েছে পুরো দলকে।

প্রাথমিকভাবে ৫ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সবাইকে। বিমানবন্দর থেকে বিসিবির ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইনে চলে গেছেন ক্রিকেটাররা। তাই বড় অর্জন নিয়ে ফিরলেও আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হননি সালমা খাতুন-রুমানা আহমেদরা।

তবে বিসিবি থেকে ফুল দিয়ে বরণ করা হয়েছে নারী দলকে। সবার করোনা পরীক্ষাও করা হবে। কোয়ারেন্টাইন শেষ হলেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে নিগার সুলতানা জ্যোতির দলের। আগামী বছর মার্চে নিউজিল্যান্ডের মাটিতে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে। সেজন্য দ্রুতই ক্যাম্প করবে বাংলাদেশ দল।