advertisement
আপনি পড়ছেন

দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে ভারতের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচ থেকে ছিটকে গেছেন কেন উইলিয়ামসন। এদিকে একই কারণে আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা ও ইশান্ত শর্মাকে পাচ্ছে না স্বাগতিকরা। দুই দেশের ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।

4 cricketersউইলিয়ামসন, জাদেজা, রাহানে ও ইশান্ত

কানপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাঁ হাতের কুনইয়ে চোট পেয়েছিলেন উইলিয়ামসন। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি এই ডানহাতি তারকা ব্যাটসম্যান। তার পরিবর্তে নিউজিল্যান্ডের নেতৃত্ব দেবেন টম লাথাম। 

মুম্বাই টেস্টে থাকছেন না ইশান্ত, সেটা আগেই ধারণা করা হয়েছিল। কানপুর টেস্টের শেষ দিন বাঁহাতের কনিষ্ঠাঙ্গুলে চোট পান এই পেসার। ডান হাতে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাদেজা। অন্যদিকে প্রথম টেস্টের শেষ দিন ফিল্ডিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন রাহানে।

তিন চোটের বিপরীতে কিছুটা স্বস্তি আছে ভারত শিবিরে। বিশ্রাম কাটিয়ে এই টেস্ট দিয়ে বাইশ গজে ফিরেছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং প্রথম টেস্টে সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের সার্ভিস পায়নি ভারত।