advertisement
আপনি পড়ছেন

একটার পর একটা ভুল করা এখন যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির জন্য নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এসব ভুলের কারণে ভক্ত-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের হাসির খোরাকে পরিণত হয়েছে দেশের ক্রিকেটের অভিবাবক সংস্থাটি। এবার ক্রিকেটারের নামেই ভুল করে বসল তারা।

name mistake bcbখালেদের নামে ভুল করেছে বিসিবি

আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। পাঁচদিনের এই ম্যাচ দিয়ে আড়াই বছর পর জাতীয় দায়িত্বে ফিরেছেন সিলেটের ডানহাতি পেসার সৈয়দ খালেদ আহমেদ। 

প্রত্যাবর্তনে বিসিবির অপেশাদারিত্বের কারণে নিজের নামে পরিবর্তন দেখতে হয়েছে খালেদকে। নামের লিস্টে খালেদের নামের শেষে ‘আহমেদের’ জায়গায় ‘হোসেন’ লেখেছে বিসিবি। যেটা চোখ এড়িয়ে গেছে অধিনায়ক মমিনুল হক সৌরভেরও।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সাকিব আল হাসানের মাথা কেটে অভিষিক্ত শহিদুলের মাথা বসিয়ে কাজ চালিয়ে নিয়েছিল বিসিবি। এছাড়াও টিকিটে সময়ের পাশাপাশি বাংলাদেশের নাম লিখতেও ভুল করেছিল বিসিবি।