বাংলাদেশ প্রিমিয়ার লিগের, বিপিএল, অষ্টম আসরে দর্শক ফেরানোর বিষয়ে আশাবাদী ছিল বিসিবি। গ্যালারির ধারণ ক্ষমতার অন্তত ৫০ ভাগ টিকিট বিক্রির চিন্তা করেছিল বিসিবি। কিন্তু শেষ পর্যন্ত টুর্নামেন্টে দর্শকের উপস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বিপিএল-২০২২
কারণ বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এমনকি বাংলাদেশেও সংক্রমণে বাড়ছে ক্রমশ। সরকার স্বাস্থ্যবিধি মানার সঙ্গে সঙ্গে কিছু বিধিনিষেধও আরোপ করেছে। বিশেষ করে জন সমাগম, সভা-সমাবেশ উন্মুক্ত স্থানে নিষিদ্ধ করা হয়েছে।
বিপিএলে দর্শকের উপস্থিতি এখনও অনিশ্চিত বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। বৃহস্পতিবার তিনি বলেছেন, ‘দর্শকদের প্রবেশ করানোর ব্যাপারে একটা শঙ্কা আছে। টুর্নামেন্ট হবে ইনশাল্লাহ। কিন্তু দর্শক ভেতরে ঢোকানোর ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হচ্ছে। আদৌ আমরা দর্শক অনুমোদন দিতে পারবো কি না এটা একটা প্রশ্ন।’
বিপিএল মাঠে গড়াবে আগামী ২১ জানুয়ারি। শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। জৈব সুরক্ষা বলয়ে থেকেই ছয়টি দল টুর্নামেন্টে অংশ নিবে। করোনার সংক্রমণ বাড়লেও টুর্নামেন্ট আয়োজন নিয়ে শঙ্কা নেই।