ওমানে চলছে লেজেন্ডস লিগ ক্রিকেট। ইন্ডিয়া মহারাজাস, এশিয়া লায়ন্স ও ওয়ার্ল্ড জায়ান্টস নামে তিনটি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এশিয়া লায়ন্সে যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ রফিক ও হাবিবুল বাশার সুমন।
ওমানে লেজেন্ডস লিগে বল করেন মোহাম্মাদ রফিক
আল-আমিরাত স্টেডিয়ামে গতকাল এশিয়া লায়ন্স ৩৬ রানে হারিয়েছে ইন্ডিয়া মহারাজাসকে। ম্যাচে ব্যাটিং না পেলেও বল হাতে প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশের রফিক। ৫১ বছর বয়সেও ক্ষুরধার তার বাঁহাতি স্পিন। তার ঘূর্ণিতে কুপোকাত প্রতিপক্ষ। ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রফিক।
গতকাল রাতে তার বোলিংয়ের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বয়সেও রফিকের ফিটনেস, বোলিংয়ের প্রশংসা সবার কাছে।
ওমানে চলমান লেজেন্ডস লিগে ইন্ডিয়া মহারাজাসকে হারিয়েছে এশিয়া লায়ন্স
ম্যাচটা এশিয়া লায়ন্স জিতেছে ৩৬ রানে। আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯৩ রান করেছিল এশিয়া লায়ন্স। জবাবে ৮ উইকেটে ১৫৭ রান করতে সমর্থ হয় ইন্ডিয়া মহারাজাস। ২৮ বলে অপরাজিত ৬৯ ও ২৩ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন আফগানিস্তানে আজগর আফগান। গত বছরের শেষ দিকে অবসর নিয়েছিলেন তিনি। ৪৫ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার উপুল থারাঙ্গাও।