চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটের রান সখ্যতা অতীতের মতোই আছে। সাগরিকার ২২ গজ বরাবরের মতোই আলিঙ্গন করেছে ব্যাটসম্যানদের। নির্ভেজাল ব্যাটিং উইকেট হলেও স্পিনারদের ২-১ টা বল বাড়তি বাউন্স, টার্ন পাচ্ছে। তবে সেটাও খুবই কদাচিৎ।
সেঞ্চুরি করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস
আজ রোববার চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে অ্যাঞ্জেলো ম্যাথুসের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৫৮ রান তুলেছে শ্রীলঙ্কা। দিন শেষে ম্যাথুস ১১৪ ও চান্দিমাল ৩৪ রানে অপরাজিত।
এমন উইকেটে প্রথম ইনিংসে বড় স্কোর গড়ার প্রতিই গুরুত্ব দিয়েছেন সেঞ্চুরিয়ান ম্যাথুস। দিনশেষে ড্রেসিংরুমে ফেরার আগে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি করা এই লঙ্কান ব্যাটসম্যান ব্রডকাস্টারদের বলেছেন, ‘এখনও খুব ভালো উইকেট। তাই প্রথম ইনিংসের রান খুবই গুরুত্বপূর্ণ। দিন যত যাবে উইকেট ততই ভাঙবে। প্রথম ইনিংসের স্কোর আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’
সাকিবের আবেদন
ম্যাচের তৃতীয় ও চতুর্থ দিনে উইকেটে টার্ন বাড়বে বলেই আশা প্রকাশ করেন ৩৪ বছর বয়সী এ লঙ্কান ব্যাটসম্যান। তিনি বলেন, ‘স্পিনারদের জন্য খুব বেশি কিছু নেই। পেসাররা কিছুটা সুইং পাচ্ছিল। স্পিনারদের কিছু বল টার্ন করছে। আমরা আশা করি তৃতীয় ও চতুর্থ দিন টার্ন করবে।’
সাগরিকায় আজ ২১৩ বলে ১৪টি চার ও ১টি ছয়ে ১৪৪ রান করে অপরাজিত আছেন ম্যাথুস। ৩৪ বছর বয়সী এ ব্যাটসম্যান বলেন, ‘উইকেট বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ ইনিংস ছিল। উইকেট খুবই ভালো ছিল। এমন শান্ত উইকেটে কাউকে অবশ্যই ইনিংস বড় করতে হবে, লম্বা পথ যেতে হতো। বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতে হবে। তারা খুব ভালো লাইন এবং লেন্থে বোলিং করেছে, সঙ্গে ছাতার মতো ফিল্ডিং ছিল। বড় শট খেলা আমাদের জন্য সহজ ছিল।’
ব্যক্তিগত ৬৯ রানে তাইজুলের বলে মাহমুদুল হাসানের কাছে জীবন পেয়েছিলেন ম্যাথুস। গোটা দিনে কুশল মেন্ডিসের সঙ্গে ৯২, চান্দিমালের সঙ্গে অবিচ্ছিন্ন ৭৫ রানের গড়েন তিনি।