মুম্বাই ইন্ডিয়ান্সকে সবশেষে ম্যাচে জয়ে প্লে অফে যাওয়ার সম্ভাবনা এখনও টিকে আছে সানরাইজার্স হায়দরাবাদের। এ জন্য আসন্ন ম্যাচগুলোতে পূর্ণ শক্তির স্কোয়াড দরকার ছিল অরেঞ্জ আর্মিদের। কিন্তু সময়ের অন্যতম সেরা ক্রিকেটার এবং অধিনায়ক কেন উইলিয়ামসনকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজটি।
উইলিয়ামসন
গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৩ রানের জয় পায় হায়দরাবাদ। এরপরই জানা যায়, দ্বিতীয় সন্তান আগমনের সময় স্ত্রীর পাশে থাকতে আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন উইলিয়ামসন। ২০১৬ সালের শিরোপাধারীরা বিষয়টি নিশ্চিত করেছে।
উইলিয়ামসনের অনাগত সন্তানের জন্য শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হায়দরাবাদের বার্তটি ছিল এমন, ‘সানরাইজার্স হায়দরাবাদ শিবিরের প্রত্যেক সদস্য উইলিয়ামসন এবং তার স্ত্রীর জন্য শুভকামনা জানাচ্ছে। নিরাপদে নতুন অতিথি পৃথিবীতে আগমন করুক।’
উইলিয়াসনের পরিবর্তে হায়দরাবাদের নেতৃত্বভার পেতে পারেন ভারতের তারকা পেসার ভুবনেশ্বর কুমার। ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক নিকোলাস পুরানকে নিয়েও ভাবনা আছে টেবিলের আট নম্বর দলটির।