advertisement
আপনি পড়ছেন

এশিয়া কাপ ক্রিকেটের আগামী আসরের আয়োজক শ্রীলঙ্কা। বর্তমানে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপাকে আছে দ্বীপদেশটি। তাই এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়ার আলোচনা হচ্ছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, শ্রীলঙ্কা না পারলে বাংলাদেশই আয়োজন করবে এশিয়া কাপ। বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশই প্রথম পছন্দ সবার।

asia cup 2022 1বাংলাদেশেও হতে পারে এশিয়া কাপ

শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শিরোপা উদযাপন অনুষ্ঠানে এ তথ্য জানান বিসিবি সভাপতি।

আগামী ২২ মে বাংলাদেশে আসছেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। মূলত বিসিসিআইয়ের আমন্ত্রণে আইপিএলের ফাইনালে উপস্থিত থাকবেন তিনি। এরপরই ঢাকায় আসবেন আইসিসি চেয়ারম্যান।

আহমেদাবাদে আইপিএল ফাইনালের দিনই এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ হবে। সেখানে এশিয়া ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তারা থাকবেন। এসিসির একটি অনানুষ্ঠানিক মিটিংও হবে সেদিন। বিসিসিআইয়ের আমন্ত্রণে আইপিএল ফাইনাল দেখতে বিসিবি সভাপতিও নাজমুল হাসান পাপনও ভারতে যাবেন।

শ্রীলঙ্কার বর্তমান অবস্থায় এশিয়া কাপ আয়োজন নিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘এটা শ্রীলঙ্কায় হওয়ার কথা। ওদের দেশের অবস্থা খারাপ, তার মানে বোর্ডও ভালো অবস্থায় নেই। সময় বলে দেবে। ২৪ তারিখ আমার ভারতে যাওয়ার কথা, আইসিসি চেয়ারম্যানের সাথেই। কলকাতায় দুটো প্লে-অফ ম্যাচ আছে, ২৯ তারিখ ফাইনাল। অনেকেই যাচ্ছে। এই সময়ে এটা নিয়ে কথা বলা ঠিক হবে না।’

বিসিবি প্রধান আরও বলেন, ‘যদি ভেন্যু পরিবর্তন হয়, অবশ্যই ভেন্যু হিসেবে প্রথম পছন্দ থাকবে বাংলাদেশ। যদি বিকল্প কোনো ভেন্যু হয় এটা বাংলাদেশই হবে।’