আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। সফরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি করে টি-টোয়েন্টি, ওয়ানডে খেলবে টাইগাররা। প্রায় একমাসের এই সফরে বাংলাদেশ দল পাবে না মুশফিকুর রহিমকে। হজ পালনের জন্য সৌদি যাবেন মুশফিক। বিসিবির কাছে ছুটি চেয়েছেন তিনি।
ক্যারিবিয়ানে যাবেন না মুশফিক
ক্রিকবাজকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ সফরে মুশফিক থাকছে না। সে হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
তবে ক্যারিবিয়ানে মুশফিক সব ফরম্যাটেই নাকি সীমিত ওভারের দুই ফরম্যাটে খেলবেন না, সেটি স্পষ্ট নয়।
গুঞ্জন ছিল, ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি দলে রাখা হবে না মুশফিককে। তবে নির্বাচক ও বিসিবিকে সেই সুযোগ দিচ্ছেন না এই অভিজ্ঞ ব্যাটসম্যান। কারণ তাকে বাদ দেওয়ার আগেই হজ পালনের জন্য ছুটি চেয়ে নিয়েছেন সাবেক এ অধিনায়ক।
মুশফিক থাকছেন না সঙ্গে উইন্ডিজ সফরে বাংলাদেশ দলে রয়েছে অনেক চোটের ধাক্কা। কাঁধের ইনজুরিতে পড়া তাসকিন আহমেদের রিহ্যাব চলছে। ক্যারিবিয়ানে টেস্টে তাকে পাওয়া যাবে না। একই অবস্থা শরিফুল ইসলামের। আঙুলের ইনজুরির কারণে বাঁহাতি এ পেসারও টেস্টে খেলতে পারবেন না। সর্বশেষ নাঈম হাসানও ইনজুরিতে পড়েছেন।