সবশেষ ২০১০-১১ মৌসুমে ইংলিশ কাউন্টিতে খেলেছিলেন কাইরন পোলার্ড। এক দশকের বেশি সময় পর ফের ইংল্যান্ডের মর্যাদাপূর্ণ ঘরোয়া টুর্নামেন্টে ফিরলেন এই অলরাউন্ডার। আসন্ন ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে সারের হয়ে মাঠ মাতাবেন পোলার্ড।
কাইরন পোলার্ড
এর আগে সবশেষ ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে সমারসেটের হয়ে খেলেছিলেন পোলার্ড। সেবার ফাইনালে লিস্টারশায়ারের কাছে হেরে যায় সমারসেট। আসন্ন টি-টোয়েন্টি ব্লাস্টে সারেতে সতীর্থ হিসেবে স্বদেশি ক্রিকেটর সুনিল নারিনকে পাচ্ছেন পোলার্ড।
টি-টোয়েন্টি ব্লাস্টের প্রথম আসর মাঠে গড়ায় ২০০৩ সালে। সেবার শিরোপা ঘরে তুলেছিল সারে। এরপর আর এর পুনরাবৃত্তি করে দেখাতে পারেনি দলটি। গত আসরে তো নকআউটের বাঁধাই অতিক্রম করা হয়নি। এবার প্রথম ম্যাচে আগামী ৩১ মে গ্লুস্টারশায়ারের বিপক্ষে মাঠে নামবে সারে। সে ম্যাচে অভিষেক হতে পারে পোলার্ডের।
সংবাদ সম্মেলনে সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক বলেন, ‘সবশেষ কাউন্টি ক্রিকেট খেলার পর অনেক সময় পেরিয়ে গেছে। এই মৌসুমে সারের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে ফিরতে পেরে আমি অনেক খুশি। কিয়া ওভাল খেলার জন্য দারুণ এক ভেন্যু। এখানে দর্শক ভরে থাকে।’