ওয়েস্ট ইন্ডিজ সফরে টানা তিন ইনিংসেই ভালো শুরু পেয়েছেন তামিম ইকবাল। কিন্তু অভিজ্ঞ এ ওপেনার কোনো ইনিংসই বড় করতে পারেননি। অ্যান্টিগায় দুই ইনিংসে যথাক্রমে ২৯ ও ২২ রান করেছেন। গতকাল সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টেও রান পেয়েছেন তামিম। কিন্তু তার রানটা দলকে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারেনি। কারণ সম্ভাবনা জাগিয়েও রানটা বড় করতে ব্যর্থ তিনি।
তামিম ইকবাল
মাহমুদুল হাসান জয়কে নিয়ে ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলকে শুরুর ধাক্কা থেকে বাঁচিয়েছেন তামিম। বাংলাদেশের ওপেনিং জুটি বিচ্ছিন্ন হয়েছিল ১৩তম ওভারে। জয় ফিরলেও তামিম একপ্রান্ত ধরে স্বাগতিক ফাস্ট বোলারদের চাপে রাখার চেষ্টা করেছেন। কিন্তু ইনিংসের ২৩তম ওভারে বাঁহাতি এ ওপেনারের ধৈর্যচ্যুতি ঘটে।
করে বসেন বড় ভুল। আলজারি জোসেফের বলে পয়েন্টে ক্যাচ দেন। ৪ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন তামিম। ৯টি চারে ৪৬ রান করেন তিনি। দিন শেষে ইনিংসটা বড় করতে না পারার আক্ষেপ ধরা পড়লো তামিমের কণ্ঠে। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এমন শুরু পেলে সচরাচর আমার ইনিংসগুলো বড় হয়। দুর্ভাগ্যজনকভাবে আজকে তা পারিনি।’
বাংলাদেশকে অল আউট করার পর ভালো শুরু করেছে উইন্ডিজ
আলজারি জোসেফের বলটা জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়েছেন তামিম। ছিল না কোনো ফুটওয়ার্ক। অফ স্ট্যাম্পের বাইরের বল ছিল। বল তার ব্যাটে লেগে পয়েন্টে ফিল্ডারের হাতে জমা পড়ে।
এজন্য নিজের ওপরই দায় নিচ্ছেন তামিম। ইনিংসটা টেনে নেয়া উচিত ছিল উল্লেখ করে তিনি বলেছেন, ‘আজকে বলটা হয়তোবা আমি ছেড়ে দিতে পারতাম কিন্তু বলটা যতটুকু ওঠার কথা ছিল না ততটুকু উঠেছে। এ কারণে আমার ব্যাটের স্টিকারে লাগে।’
দেশসেরা এই ওপেনার বলেন, আমি এমন একজন যে, এখানে এসে বলব না এ কারণে হয়নি ও কারণে হয়নি। আমার কাছে মনে হয় এমন শুরু পেয়ে সিনিয়র ক্রিকেটার হিসেবে দলকে টেনে নেওয়া উচিৎ ছিল। তাই আমার কোনো অজুহাত নেই।’