বর্তমানে ভারতের স্পিন অ্যাটাকের অন্যতম প্রধান অস্ত্র ইয়ুজবেন্দ্র চাহাল। সাদা বলের দুই ফরম্যাটেই অবাধ বিচরণ লক্ষ্য করা গেলেও কখনই টেস্ট খেলা হয়নি তার। এই লেগ স্পিনারকে সাদা পোশাকের দলে দেখতে চান ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার গ্রায়েম সোয়ান।
ইয়ুজবেন্দ্র চাহাল
জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ম্যাচ দিয়ে ২০১৬ সালের ১১ জুন আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন চাহাল। আটদিন পর আফ্রিকার দেশটির বিপক্ষেই খেলেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর থেকেই নিয়মিত জাতীয় দলের হয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন ৩১ বছর বয়সী চাহাল।
এখন পর্যন্ত দেশের জার্সিতে ৬১ ওয়ানডে এবং ৬০টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন চাহাল। দুই ফরম্যাটে অভিজ্ঞ ক্রিকেটারের শিকার যথাক্রমে ১০৪ এবং ৭৫ উইকেট। পরিস্থিতি বুঝে বল করতে পারার অসাধারণ দক্ষতা থাকায় তাকে বিশ্বমানের বোলার হিসেবে আখ্যা দিয়েছেন সোয়ান।
গ্রায়েম সোয়ান
চলমান আয়ারল্যান্ড সফরে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। সেই ম্যাচে দুর্দান্ত ছিলেন চাহাল। রান বন্যার ম্যাচে ৩ ওভার হাত ঘুরিয়ে ১১ রানের বিনিময়ে শিকার করেছেন এক উইকেট। সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছেন চাহাল।
ভারতের প্রথম সারির প্রচারমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সোয়ান বলেন, ‘আমি কখনও চাহালের সাথে বসলে তাকে জিজ্ঞাসা করতাম যে, তুমি কি ভারতের হয়ে লাল বলের ক্রিকেট খেলতে চাও? উত্তরে যদি সে হ্যাঁ বলে তবে আমি তাকে সরাসরি স্কোয়াডে রাখতাম।’
‘আমি মনে করি চাহাল একজন বিশ্বমানের বোলার। আমার মতে সে বিশ্বের সেরা স্পিনার। তার নিয়ন্ত্রণ অসাধারণ। সে সব সময় খুব কঠিন পরিস্থিতিতে বোলিংয়ে আসে। তখন ক্রিজের ওপর শিশির পড়ে এবং ভিজে যায়। সন্ধ্যায় বল করার জন্য ভারতের চেয়ে কঠিন জায়গা আর নেই। এটা অবিশ্বাস্য।’ যোগ করেন সোয়ান।