advertisement
আপনি পড়ছেন

কদিন আগেই টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান প্রশংসায় ভাসিয়েছেন তাসকিন আহমেদকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট না খেললেও অন্যান্য পেসারদের পারফরম্যান্সে তাসকিনকে কৃতিত্ব দিয়েছেন সাকিব। পেস বোলিংয়ে বাংলাদেশের বদলে যাওয়ার অগ্রণী বলা হয় ডানহাতি এ ফাস্ট বোলারকে।

donald and taskinডোনাল্ড ও তাসকিন

ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করেছেন, বোলিংয়ে বেড়েছে ধার, তিন ফরম্যাটেই দারুণ পারফর্ম করেছেন তাসকিন। দুর্দান্ত রিদমে থাকা অবস্থায় দক্ষিণ আফ্রিকা সফরে দুর্ভাগ্যবশত কাঁধের ইনজুরিতে পড়েন তিনি। ২৬ বছর বয়সী এ পেসার ইনজুরি কাটিয়ে তিন মাস পর জাতীয় দলে ফিরেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন তিনি।

গতকাল সেন্ট লুসিয়ায় টি-টোয়েন্টি দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করেছেন তাসকিন। অনেকদিন পর দলে ফেরায় নিজের ভূমিকা, বোলিং নিয়ে কথা বলেছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে। ‘সাদা বিদ্যুৎ’ খ্যাত সাবেক এই প্রোটিয়া ফাস্ট বোলার তাসকিনকে বলে দিয়েছেন, নিজের সহজাত অস্ত্র থেকে দূরে সরা যাবে না। গতি আর আগ্রাসনই হবে তার শেষ কথা।

অনুশীলনে ডোনাল্ডের সঙ্গে আলোচনার বিষয়ে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘যেহেতু অনেকদিন পর ইনজুরি থেকে উঠে এসেছি, তাই ডোনাল্ডকে জিজ্ঞাসা করেছিলাম, এখন আমার দায়িত্বটা কী হবে? তিনি আমাকে বললেন, তোমার দায়িত্ব হচ্ছে গতি আর আগ্রাসন। কিছু সময় তুমি অনেক রান দেবে, কিছু সময় তুমি একাই উইকেট নিয়ে ম্যাচ জিতিয়ে দেবে। তোমার যেটা দায়িত্ব, সেটাতেই তুমি দৃষ্টি রাখো। দিন যত যাবে, রিদম আরো ভালো হবে। আমরা আরো কাজ করব সামনে।’

ডোনাল্ড পিঠ চাপড়ে দিয়েছেন, সঙ্গে তাসকিন রোমাঞ্চিত জাতীয় দলে ফিরতে পেরে, সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে পেরে, ‘দলের সঙ্গে পুরোপুরি একটা অনুশীলন সেশন করলাম, খুবই ভালো লাগছে।ফিল্ডিং, বোলিং ব্যাটিং সবকিছুই করলাম। শুরুতে একটু জড়তা ছিল, তারপর যখন শুরু করলাম সব কিছুই স্বাভাবিকভাবে গেছে। শেষ করার পর খুবই ভালো লাগছে।’

ক্যারিবিয়ানে নিজের লক্ষ্যের কথা জানিয়ে দ্রুতগতির এ পেসার বলেন, ‘প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জ, প্রত্যেকটা ম্যাচ নতুন করে শুরু হয়। তো চাইব আমার যে বেসিক প্রক্রিয়া সেটা ঠিক রেখে সামনে এগিয়ে যেতে। নিজের আরো বেশি উন্নতি করতে চেষ্টা করবো। যেসব দুর্বলতা আছে, সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবো। দলকে যেন বেশি বেশি জয় উপহার দিতে পারি, সেই লক্ষ্য থাকবে।’

উল্লেখ্য, আগামী ২ জুলাই শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।