বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। ক্রিকেটের তিন সংস্করণের অসংখ্য রেকর্ড ও কীর্তি আছে তাদের দখলে। এবার আরো একটা কীর্তি গড়তে যাচ্ছে অজিরা। প্রথম দল হিসেবে টেস্ট ক্রিকেটে ৪০০তম ম্যাচ জয়ের হাতছানি তাদের সামনে। আজ থেকে শুরু হওয়া গল টেস্টে জিতলেই স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া টেস্ট দল
শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে অজিদের টেস্ট সংখ্যা ছিল ৮৪২। এর মধ্যে জয় পেয়েছে ৩৯৯ ম্যাচে। ড্র করেছে ২১৫টি ম্যাচে। সাদা পোশাকের ক্রিকেটে তাদের পরাজয় ২২৬টি। বাকি দুই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। অর্থাৎ লঙ্কানদের মাটিতে জিতলেই চার শ’ জয়ের মাইলফলকে পৌঁছে যাবে অজিরা।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ১০৫১টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। তাদের জয় আছে ৩৮১টি। ইংলিশদের পেছনে থাকা ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১৮১টি টেস্ট। তালিকায় ধারাবাহিকভাবে পিছিয়ে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (১৭৪), ভারত (১৬৮), পাকিস্তান (১৪৫), নিউজিল্যান্ড (১০৯), শ্রীলঙ্কা (৯৬), বাংলাদেশ (১৬), জিম্বাবুয়ে (১৩) ও আফগানিস্তান (৩)।