advertisement
আপনি পড়ছেন

ইংল্যান্ড সফরের একমাত্র টেস্ট ম্যাচের আগেই ধাক্কা খেয়েছে ভারত। করোনাভাইরাসে পজিটিভ হয়েছেন ওপেনার অধিনায়ক রোহিত শর্মা। ওদিকে চোট নিয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন আরেক ওপেনার লোকেশ রাহুল। অবশেষে সুখবর পেল সফরকারীরা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন রোহিত।

indian cricket team 2022পজিটিভ হয়েছেন ওপেনার অধিনায়ক রোহিত শর্মা

রোববার বার্তা সংস্থা পিটিআইকে রোহিতের সুস্থতার খবরটি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তারা বলেছে, ‘হ্যাঁ, কোভিড পরীক্ষায় রোহিতের ফল নেগেটিভ এসেছে। তিনি এখন কোয়ারেন্টিনের বাইরে অছেন। নর্দাম্পটনের বিপক্ষে টি-টোয়েন্টির প্রস্তুতি ম্যাচ খেলবেন না। তবে প্রথম টি-টোয়েন্টির আগে তার বিশ্রাম এবং অনুশীলন দরকার।’

স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। আগামী ৭ জুলাই টি-টোয়েন্টি এবং ১২ জুলাই ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজ দুটিকে সামনে রেখে সম্প্রতি তিনটি আলাদা দল ঘোষণা করেছে ভারত। সবকটি দলেই আছেন রোহিত। যথারীতি নেতৃত্বও দেবেন দলকে।

প্রথম টি-টোয়েন্টিতে ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, ডিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ভেঙ্কাটেশ আইয়ার, যুভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণু, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আভেশ খান, আর্শদীপ সিং, উমরান মালিক।

দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, শ্রেয়াস আইয়ার, ডিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ঋষভ প্যান্ট (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, যুভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণু, জাস্প্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, হার্শাল প্যাটেল, উমরান মালিক।

ভারত ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঋষভ প্যান্ট (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যুভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জাস্প্রিত বুমরাহ, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং।