২৩ বছর বয়সী পাওলো দিবালাকে নিয়ে মুগ্ধতা অনেকেরই। তবে পালের্মো সভাপতি জামপারিনির একটু বেশিই। আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ডের পক্ষে গান অনেকবার শুনিয়েছেন আগে। এবার জামপারিনি বললেন, 'দিবালা আগামীর মেসি।'
মেসি হয়ে উঠতে যা যা দরকার তার সব কিছুই দিবালার মধ্যে আছে বলে মনে করছেন তিনি। দিবালাকে খুব কাছ থেকেই দেখার সুযোগ হয়েছে জামপারিনির। কারণ আর্জেন্টিনার তরুণের পেশাদারি ক্যারিয়ার শুরু পালের্মোতেই। পালের্মোতে যোগ দেওয়ার পরই জামপারনি বলেছিলেন, দিবালা আগামীর সার্জিও আগুয়েরো।
কিন্তু গত কয়েক বছরে নিজেকে আরও উপরে নিয়ে গেছেন দিবালা। পালের্মো ছেড়ে ২০১৫ সালে জুভেন্টাসে যোগ দিয়েছেন। ইতালির অন্যতম সফল ক্লাবটির হয়ে নিজের প্রথম মৌসুমে তো সর্বোচ্চ গোলদাতাই হয়েল। তবে এবার খুব একটা ভালো করতে পারছেন না।
চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। পরে ফিরলেও আগের সেই ধার আর ফিরে পাননি দিবালা। এবারের মৌসুমে সব মিলিয়ে ২৭ ম্যাচ খেলে গোল করেছেন মাত্র ১১টি। ফলে সমালোচনাও উঠছে বেশ। এসবের সামনে দিবালার হয়ে ঢাল হিসেবে দাঁড়াতেই মেসির প্রসঙ্গ টেনে আনলেন জামপারিনি।
‘যে মেসির সমালোচনা করে সে পাগল। আমরা নতুন মেসির বিষয়ে কথা বলছি। সে মেসির মতো খেলোয়াড় হয়ে উঠবে এবং সে এখনই মেসির মানের।’
জামপারিনি যোগ করেছেন, ‘হ্যা, গত মৌসুমের মতো এবার সে গোল পাচ্ছে না। কিন্তু আমি দেখছি সব সময়ই সে জুভেন্টাসের সেরা খেলোয়াড়। সে এমন খেলোয়াড় যে দলের জন্য খেলে এবং অন্য খেলোয়াড়দের গোল করার সুযোগ করে দেয়।’